ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালের সেনাপ্রধানের জাতির উদ্দেশে কড়া সতর্কবার্তা

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১০, ২০২৫ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- নেপালে চলমান দেশব্যাপী বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার পতনের পর নতুন সরকার গঠনের আগ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছেন নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগডেল।

মঙ্গলবার রাতে এক টেলিভিশন ভাষণে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে সেনাপ্রধান বলেন, “ভাঙচুর, লুটপাট বা ব্যক্তিগত আক্রমণের মতো সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান, যেন তারা সংঘাত নয়, বরং সংলাপের মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসে।

জেনারেল সিগডেল বলেন, “বর্তমান সংকট কাটিয়ে উঠতে আমাদের ঐতিহাসিক ও জাতীয় ঐতিহ্য রক্ষা করতে হবে। জনগণ, কূটনৈতিক মিশন ও ব্যক্তিগত সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”

৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, “নেপালের ইতিহাসের শুরু থেকেই সেনাবাহিনী স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জনগণের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে — ভবিষ্যতেও থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।