
রাইজিংসিলেট- পরিবহনমন্ত্রীকে বরখাস্ত করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের পরিবহনমন্ত্রী রোমান স্টারোভয়েটকে পদ থেকে সরিয়ে দিয়েছেন। সোমবার (৭ জুলাই) তাকে বরখাস্ত করা হয়, যদিও এর নির্দিষ্ট কারণ এখনো জানানো হয়নি।
স্টারোভয়েট মাত্র দুই মাস আগে, ২০২৪ সালের মে মাসে, পরিবহনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের গভর্নর হিসেবে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করেছিলেন। তার পরিবহন খাতে অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিনের—বিশেষ করে তিনি ছয় বছর রাশিয়ার ফেডারেল সড়ক সংস্থা রোসাভটোদরের নেতৃত্ব দিয়েছিলেন।
রুশ দৈনিক ভেদোমোস্তির তথ্য অনুযায়ী, স্টারোভয়েটের স্থলাভিষিক্ত হতে পারেন বর্তমান উপ-মন্ত্রী আন্দ্রেই নিকিতিন। তিনি আগে নভগোরোড অঞ্চলের গভর্নর ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।