ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষা উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় সাময়িক বিমান চলাচল বন্ধ

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৫, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হলো দেশটির সবচেয়ে কঠিন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনুং’। পরীক্ষার দিন পুরো দেশজুড়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়, যার অংশ হিসেবে নির্দিষ্ট সময়ে বিমান চলাচল বন্ধ রাখা হয়। এবারের পরীক্ষায় অংশ নেয় পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী—গত সাত বছরে যা সর্বোচ্চ।

পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে বিশেষ সহায়তা দল মোতায়েন করা হয়। সিএনএনের তথ্যমতে, ইংরেজি লিসনিং পরীক্ষার সময় দুপুর ১টা ০৫ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত দেশজুড়ে সব বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ স্থগিত থাকে। শব্দজনিত বিঘ্ন এড়াতে নেওয়া হয় এই সিদ্ধান্ত।

এই ব্যবস্থার কারণে ১৪০টি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন হয়, যার মধ্যে ৬৫টি আন্তর্জাতিক রুট ছিল। আকাশে থাকা বিমানগুলোকে কাছাকাছি এলাকায় ঘুরে অপেক্ষা করতে দেখা যায়। পরিবহন মন্ত্রণালয় জানায়, তিন হাজার মিটারের নিচে সব ধরনের ফ্লাইট চলাচল এসময় নিষিদ্ধ ছিল।

এ ছাড়া দেশের আর্থিক বাজার ও অফিসগুলো স্বাভাবিক সময়ের তুলনায় এক ঘণ্টা পরে খোলে, যাতে পরীক্ষার্থীদের যাতায়াত সহজ হয়। প্রায় নয় ঘণ্টাব্যাপী এই পরীক্ষা দক্ষিণ কোরিয়ার সমাজে ভবিষ্যৎ সফলতার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত।

অভিভাবক ইয়েসিয়ন কিম বলেন, “এই পরীক্ষাই প্রায় দুই দশকের প্রচেষ্টার প্রতিফলন, আবার এটিই নতুন এক যাত্রার শুরু।”
এ বছর মোট ৫ লাখ ৫৪ হাজার ১৭৪ শিক্ষার্থী আবেদন করেছে, যা গত বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি এবং ২০১৯ সালের পর সর্বোচ্চ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।