
রাইজিংসিলেট- বেশন্ত্রি গ্রামে কেউ বেঁচে নেই দাফনের জন্যও। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৪ জনে। নিহতদের মধ্যে আছেন ২৭৯ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৩ জন শিশু—জানিয়েছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (PDMA)।
বন্যার সবচেয়ে ভয়াবহ চিত্র উঠে এসেছে বুনের জেলার বেশন্ত্রি গ্রামে। প্রায় এক হাজার মানুষের এই গ্রামে আজ আর কাউকে জীবিত খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি মৃতদের দাফনের জন্যও যথেষ্ট লোক নেই। পাশের গ্রামের কিছু ব্যক্তি স্বেচ্ছায় এগিয়ে এসে জানাজা ও দাফনের কাজ সম্পন্ন করছেন।
স্থানীয় ব্যবসায়ী নূর ইসলাম জানান, দুপুর ১টার দিকে তিনি গ্রামে পৌঁছান। চারপাশে ধ্বংসস্তূপ, একটি ঘরও অক্ষত ছিল না। পরবর্তীতে মুহাম্মদ ইসলাম নামের এক প্রবাসফেরত ব্যক্তি জানান, দুপুর আড়াইটায় গ্রামে পৌঁছে তিনি পুরো এলাকাকে ‘মৃত্যুপুরি’র মতো দেখেন।
প্রাদেশিক তথ্যমতে, এ পর্যন্ত ৭৪টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে—এর মধ্যে ১১টি পুরোপুরি ধ্বংস। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে সোয়াত, বুনের, বাজাউর, তোরঘর, মানসেহরা, শাঙলা এবং বটগ্রাম উল্লেখযোগ্য।
রেসকিউ ১১২২ এর কর্মকর্তা আব্দুল রহমান জানান, দুর্গত এলাকাগুলোতে উদ্ধারকাজ চলছে, এবং অন্যান্য জেলা থেকেও সহায়তা পাঠানো হচ্ছে।