ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের ‘জয়’ নিয়ে ভারতীয় সেনাপ্রধানের তীব্র ক টা ক্ষ

rising sylhet
rising sylhet
আগস্ট ১০, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ‘জয়’ নিয়ে ভারতীয় সেনাপ্রধানের তীব্র কটাক্ষ। সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তানের কথিত জয়কে ব্যঙ্গ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তার মতে, পাকিস্তান জনগণকে বুঝাতে সফল হয়েছে যে তারা জয়ী হয়েছে, যদিও প্রকৃত জয় শুধুই মানসিক।

আইআইটি মাদ্রাজে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পাকিস্তান এই প্রচারণার মাধ্যমে শুধুমাত্র নিজ দেশের জনগণ ও ভারত-বিরোধীদের প্রভাবিত করতে সক্ষম হয়েছে।

সেনাপ্রধান বলেন, “যদি আপনি কোনো পাকিস্তানিকে জিজ্ঞেস করেন, তারা হেরেছে কি না—সে বলবে, আমাদের সেনাপ্রধান তো ফিল্ড মার্শাল হয়েছেন, এর মানে নিশ্চয়ই আমরা জিতেছি।”

উল্লেখ্য, কাশ্মীরের পহেলগামে একটি প্রাণঘাতী হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায়, যার প্রতিক্রিয়ায় পাকিস্তানও জবাব দেয়। সেই প্রেক্ষাপটেই পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনিরকে ফিল্ড মার্শালের মর্যাদা দেওয়া হয়—যা দেশটির সামরিক র‌্যাঙ্কের সর্বোচ্চ পর্যায়।

ভারতের সেনাপ্রধান জানান, পুরো অভিযানের সময় ভারত একটি সুসংগঠিত কৌশল অনুসরণ করেছে। সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে জনগণের কাছে। তার ভাষায়, “আমাদের প্রথম বার্তাই ছিল—ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”

তিনি আরও বলেন, দুই নারী অফিসারকে সামনে রেখে সেনা ও বিমানবাহিনীর যৌথ সাংবাদিক সম্মেলন, লোগো ডিজাইন, এবং বার্তাপ্রচার—সবকিছুই ছিল পরিকল্পিত কৌশলের অংশ।

রাজনৈতিক সদিচ্ছার কথা উল্লেখ করে তিনি বলেন, পহেলগামের হামলার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিন বাহিনীর প্রধানদের ডেকে বলেন, “এবার যথেষ্ট হয়েছে”, এবং পরে তাদের পূর্ণ স্বাধীনতা দেন সিদ্ধান্ত গ্রহণের।

প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর চালানো এক হামলায় ২৬ জন নিহত হন। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক প্রতিক্রিয়া জানায়। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে, তবুও দু’দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।