আম্বরখানা-কোম্পানিগঞ্জ সড়কে গ্যাসের সিলিন্ডারবোঝাই পিকআপভ্যান উল্টে ২ কিশোরের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরো এক কিশোর। নিয়ন্ত্রন হারিয়ে পিকআপটি পথচারী তিন কিশোরের উপর উল্টে পড়ে গেলে এই হতাহত হয়।
নিহতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল দক্ষিণ গ্রামের শমর আলীর ছেলে জাবেদ (১৬) ও একই গ্রামের আশরাফ আলীর ছেলে ফাহিম। আহত আঞ্জাব আলীর ছেলে সুমন (১৫)।
গতকাল বৃহস্পতিবার (৫ জুন) রাতে সিলেটের আম্বরখানা-কোম্পানিগঞ্জ সড়কের ১০ নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করেছে। তবে তার চালক পালিয়ে গেছে।
জানা যায়, ১২ কেজি গ্যাসের ৬৫টি সিলিন্ডার নিয়ে একটি মিনি পিকআপ সিলেট থেকে কোম্পানিগঞ্জ যাচ্ছিলো। ১০ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় আসলে পিকআপটি উল্টে যায়। ওই সময় সড়কের পাশ দিয়ে যাওয়া জাবেদ, ফাহিম, সুমন তিন পথচারী পিকআপের নিচে চাপা পড়ে গুরুত আহত হন। পরে স্থানীয়রা দের উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন। তখন ফাহিম ও সুমনকে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাদের স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে ফাহিম মারা যান। আহত সুমনের অবস্থাও আশংকাজনক।