ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ জনকে আ ট ক

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ads

কোম্পানীগঞ্জ উপজেলার পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জড়িত ৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বড় ড্রেজার মেশিন ও ২টি বাল্কহেড জব্দ করা হয়েছে। জব্দকৃত ড্রেজার ও বাল্কহেডের দাম প্রায় ৬৩ লক্ষ টাকা।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলা অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।

কারাদণ্ডিতরা হলেন, চাটিবহর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে নাজিম উদ্দিন, চাটিবহর গ্রামের আফাজ উদ্দিন ও আলী আমজাদ, বুড়িডহর গ্রামের বতন মিয়া, বাহ্মণবাড়িয়ার রানা মিয়া, সুনামগঞ্জের রুবেল মিয়া, জামাল মিয়া এবং বরগুনা জেলার মো. সোহাগ।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এর সাথে যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে।

জানা যায়, উপজেলার লিজ বহির্ভুত পিয়াইন নদীর লামলীগাঁও এবং শিমুলতলা আশ্রয়ন প্রকল্প এলাকায় দীর্ঘদিন থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বাল্কহেডের মাধ্যমে পরিবহন করে আসছে একটি চক্র। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এসময় উপজেলার পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জড়িত ৮জনকে কারাদণ্ড দেওয়া হয়। উপজেলার চাটিবহর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে নাজিম উদ্দিনের নেতৃত্বে বালু উত্তোলন করায় তাকে ১ বছরের কারাদণ্ড ও অন্য ৭জনকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।