পুকুরের পানিতে ডুবে ১১ বছর বয়সি ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় গুরুতর অবস্থায় উদ্ধার করে নার্গিস সুলতানা অধরা এক শিশুকে হাসপাতালে পাঠিয়েছেন স্বজনরা।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ঝিলিক আক্তার ওই গ্রামের সেলিম মিয়ার মেয়ে। সে চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের ছাত্রী।
স্বজনরা জানান, ঝিলিক আক্তার ও নার্গিস সুলতানা অধরা বাড়ির পাশের একটি পুকুরপাড়ে বসে খেলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে তারা অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইশতিয়াক আল মামুন ঝিলিককে মৃত ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।