ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পুষ্টিহীনতায় ৬৫২ শিশু মৃ ত্যু র ভয়াবহ চিত্র

rising sylhet
rising sylhet
জুলাই ২৬, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- গত ছয় মাসে নাইজেরিয়ার কাতসিনা রাজ্যে পুষ্টিহীনতায় অন্তত ৬৫২ শিশু মারা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তাকারী সংস্থা ডক্টরস উইথআউট বর্ডারস (MSF)।

সংস্থাটির বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক সহায়তা হ্রাসের কারণে শিশুদের খাদ্য ও চিকিৎসা সহায়তা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের বাজেট কমিয়ে দেওয়ার ফলে পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে।

২০২৫ সালের শুরু থেকে কাতসিনা রাজ্যে গুরুতর পুষ্টিহীন অবস্থায় বহু শিশু চিকিৎসা নিতে এসেছে এমএসএফ পরিচালিত ক্লিনিকে, যাদের মধ্যে কয়েক হাজারকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন পর্যন্ত তাদের তত্ত্বাবধানে থাকা ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে।

এমএসএফ বলেছে, শুধুমাত্র জুন মাস পর্যন্ত কাতসিনা রাজ্যে তারা প্রায় ৭০ হাজার শিশুকে পুষ্টি সহায়তা দিয়েছে। কিন্তু গত বছরের তুলনায় এই বছর গুরুতর পুষ্টিহীনতার হার বেড়েছে প্রায় ২০৮ শতাংশ।

সংস্থাটি সতর্ক করেছে, উত্তর নাইজেরিয়ায় রোগের প্রাদুর্ভাব, টিকাদানের অপ্রতুলতা, মৌলিক স্বাস্থ্যসেবার সীমিত সুযোগ এবং সহিংসতাজনিত অস্থিতিশীলতার কারণে অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বাড়ছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, ব্যাপক অর্থসংকটের কারণে জুলাই মাসের শেষ নাগাদ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ১৩ লাখ মানুষের জন্য খাদ্য সহায়তা বন্ধ করে দিতে হতে পারে।

ডব্লিউএফপির আঞ্চলিক পরিচালক মার্গট ভান ডার ভেলডেন বলেন, “এই মুহূর্তে আমরা একটি হৃদয়বিদারক বাস্তবতার মুখোমুখি—সংঘাতপীড়িত এলাকাগুলোর মানুষকে সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।