ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পৃথক দুইটি অ ভি যানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৯, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

ads

পৃথক দুইটি অভিযানে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মোট ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। জব্দকৃত মদ ও সিরাপের সিজার মূল্য প্রায় ৮৩ হাজার ২০০ টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ নভেম্বর সকালে তেলিয়াপাড়া বিওপি’র বিশেষ টহলদল মাধবপুর উপজেলার সীমান্তবর্তী জালারপাড় এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। পরে সকাল ৯টার দিকে চা-বাগানের ভেতরে লুকানো অবস্থায় মালিকবিহীন ১৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার সিজার মূল্য ২৪ হাজার টাকা।

৫৫ বিজিবি অধিনায়ক লেঃকর্নেল তানজিলুর রহমান জানান জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

এর আগে গত ১৮ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটে একই বিওপি’র আরেকটি বিশেষ টহলদল তেলিয়াপাড়া এলাকার খ্রীষ্টানদের কবরস্থান এলাকায় অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় ১৪৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ উদ্ধার করা হয়। যার সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ২০০ টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।