মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ৪টি কেন্দ্রের অধীনে ১হাজার ৪শত ৮৪জন পরীক্ষার্থীদের মধ্যে প্রথম দিনে উপস্থিত পরীক্ষার্থীদের সংখ্যা ছিল ১হাজার ৪শত ৭২ জন অনুপস্থিত ছিলেন ১২জন।
সিলেটসহ সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয় এ পরীক্ষা।
সিলেটের জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় ,সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় উপজেলার জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রও অন্তর্ভুক্ত ভেন্যু জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ শত ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩ জন শিক্ষার্থী।হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও অন্তর্ভুক্ত ভেন্যু এম আহমদ পাবলিক উচ্চ বিদ্যালয়ে ৫ শত ১৭জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩ জন শিক্ষার্থী ।কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) জৈন্তাপুর তৈয়ব আলি কারিগরি কলেজ কেন্দ্রে ১শত ৮৩জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় জৈন্তা দারুছ ছুন্নাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ১ শত ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৫ জন।
জৈন্তাপুর উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ আজিজুল হক খোকন বলেন , প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার আধাঘণ্টা পূর্বেই শিক্ষার্থীরা উপস্থিত হয়ে যায়। জৈন্তাপুরের প্রত্যেক কেন্দ্র গুলোতে কেন্দ্র সচিবদের তত্বাবধানে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে মোট পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১২জন জন পরীক্ষার্থী।
জৈন্তাপুরে পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, জৈন্তাপুরে উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ, নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজেদুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা সানিয়া, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম. এ, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ।
এসময়, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র দায়িত্বে ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: জুলহাস আহমেদ, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(কেন্দ্র সচিব) নাজির আলী সরকার, রমজান রূপজান বাগেরখাল একাডেমির পিন্সপাল (সহকারী কেন্দ্র সচিব) সিরাজুল হক, খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(হলসুপার) জালাল উদ্দীন, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক(সমন্বয়কারী) মাওলানা কবির আহমেদ প্রমুখ।