ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেম নিবেদন রাজি না হওয়ায় অপহরণের চেষ্টা করেন ছাত্রদল নামধারী কতিপয় কিশোর

rising sylhet
rising sylhet
জুন ২৮, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ads

নবম শ্রেণির ছাত্রীকে প্রেম নিবেদন ও কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণের চেষ্টা চালিয়েছে ছাত্রদল নামধারী কতিপয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। অপহরণ চেষ্টার প্রতিবাদ করায় গৃহশিক্ষক শাকিরুল ইসলামকে বেধড়ক পিটিয়ে আহত করেছে তারা।

ভুক্তভোগী ছাত্রীর জেঠা বলেন, এর আগেও শুক্রবার রিপনসহ তার সহযোগীরা বাড়ি থেকে রিয়াকে অপহরণের চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে দুজনকে আটক করে। পরে অভিভাবকরা এসে এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না এমন আশ্বাস দিয়ে তাদের নিয়ে যায়।

ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা নিজেদের ছাত্রদলের সদস্য পরিচয় দিয়ে আমাদের বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে ভয়ভীতি দেখায়।

শনিবার (২৮ জুন) সকালে বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার বরকতিয়া ঈদগাহ মাঠের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার বিকেলে রাকিব, অপূর্ব, মেহেদীসহ ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর মা।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রীকে বেশ কিছুদিন ধরে একই এলাকার বখাটে কিশোর গ্যাংয়ের সদস্য রাকিব উত্ত্যক্ত করে আসছিল। বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিত। স্কুলছাত্রী তার প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে নানাভাবে হেনস্তা করতে থাকে।

এর জের ধরে শনিবার সকালে সে প্রাইভেট পড়তে যাওয়ার পথে শিবগঞ্জ বরকতিয়া ইদগাহ মাঠের সামনে থেকে রাকিব ও তার সহযোগীরা মিলে তাকে একা পেয়ে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে অপহরণের চেষ্টা চালায়। এই সময় প্রাইভেট শিক্ষক বাধা দিলে তাকে হকিস্টিক দিয়ে বেধড়ক মারধর করে এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রাকিব ও তার সহযোগীরা পালিয়ে যায়। স্থানীয়রা প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন বলেন, যাদের নামে অভিযোগ উঠেছে তারা কেউ ছাত্রদলের সঙ্গে জড়িত নয়। তারা কোনো দিন ছাত্রদল করেনি। বরং তারা আগে ছাত্রলীগ ও জাতীয় পার্টির রাজনীতি করত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।