ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ফরচুন বরিশালে নবী যোগ দিবেন বৃহস্পতিবার

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২৫, ২০২৪ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিপিএলের ১১তম আসর আর মাত্র ৫ দিন পর মাঠে গড়াবে । আর ২৭ ডিসেম্বর অনুশীলন শুরু করবে ফরচুন বরিশাল।

সবার আগে দলের সঙ্গে দিতে আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকায় আসছে মোহাম্মদ নবী।

বুধবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বরিশাল। স্থানীয় সময় বিকেল ৫টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এই আফগান তারকা।

তারকাখচিত বরিশাল স্কোয়াডে শাহিন আফ্রিদির যুক্ত হওয়া নিশ্চিতভাবেই শক্তি বাড়াবে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। সরাসরি সাইনিং এবং ড্রাফট মিলিয়ে শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে ফরচুন বরিশাল।

এদিকে শেষ মুহূর্তে শাহিন আফ্রিদিকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী ২৭ তারিখ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

ফরচুন বরিশাল স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার, শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স ও মোহাম্মদ নবী।

৬৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।