ঢাকাবৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ফিফা র‌্যাংকিংয়ে ১৮৫ নম্বরে বাংলাদেশ-শীর্ষে আছে আর্জেন্টিনা

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৯, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ফিফার র‌্যাংকিং চলতি বছরের ২৮ নভেম্বর ঘোষণা করা হয়েছিল । মাঝের এই সময়ে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। তাই র‌্যাংকিংয়ে প্রভাব পড়েনি বাংলাদেশ ফুটবল দলের। ফলে সবশেষ ফিফা র‌্যাংকিংয়ে ১৮৫ নম্বরে থেকেই বছর শেষ করতে যাচ্ছে বাংলাদেশ।

র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছে আর্জেন্টিনা। ফিফা উইন্ডো না থাকায় অনেক দেশেরই এই সময়ে ম্যাচ খেলা হয়নি। তাই বৃহস্পতিবার ফিফা ঘোষিত র‌্যাংকিং টেবিলে বেশির ভাগ দেশেরই অবস্থান অপরিবর্তিত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঘোষিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

এক থেকে ১০-এর মধ্যে আছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি ও জার্মানি।

দক্ষিণ এশিয়ার দেশ ভারত এক ধাপ এগিয়ে এখন ১২৬ নম্বরে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে মালদ্বীপ আগের মতোই ১৬২তম স্থানে, নেপাল ১৭৫ নম্বরে, ভুটান ১৮২ নম্বরে, পাকিস্তান ১৯৮ নম্বরে ও শ্রীলঙ্কা ২০০ নম্বরে।

৭৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।