
রাইজিংসিলেট- ফিলিস্তিনকে স্বীকৃতির পরিকল্পনায় কানাডাকে ট্রাম্পের বাণিজ্যিক হুঁশিয়ারি। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিলে কানাডার সঙ্গে বাণিজ্যচুক্তি করা “অত্যন্ত কঠিন” হয়ে পড়বে।
এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র নতুন আমদানি শুল্ক কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে। চুক্তি না হলে, শুক্রবার থেকে কানাডার বেশিরভাগ পণ্যের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের কথা রয়েছে।
সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি ঘোষণা দেন, যুক্তরাজ্য ও ফ্রান্সের পদাঙ্ক অনুসরণ করে কানাডাও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায়। এই সিদ্ধান্ত এমন এক সময় এলো, যখন গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে।
গাজা শাসনকারী হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পুষ্টিহীনতায় আরও সাতজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও গাজায় দুর্ভিক্ষ ও অপুষ্টি পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
ট্রাম্প এক বিবৃতিতে জানান, গাজায় “বাস্তব দুর্ভিক্ষ” চলছে এবং তিনি ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
এদিকে, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের বৃহস্পতিবার ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বাণিজ্য ইস্যু, গাজা পরিস্থিতি এবং ফিলিস্তিনকে স্বীকৃতি—এই তিনটি বিষয় ঘিরে কূটনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে।