ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ফেব্রুয়ারিতে হবে টার্নিং পয়েন্ট: নির্বাচনের মাধ্যমে ফিরবে গণতন্ত্র, সিলেট মির্জা ফখরুল

rising sylhet
rising sylhet
জুলাই ৭, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট, ৭ জুলাই: আগামী ফেব্রুয়ারির সম্ভাব্য নির্বাচনকে দেশের জন্য একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে এবং জনগণ ফিরে পাবে তাদের বহু কাঙ্ক্ষিত গণতান্ত্রিক অধিকার।

সোমবার সকালে সিলেটে এসে হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। একই দিনে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোট ও গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছে। লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বৈঠকে আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা আশাবাদী, সেই নির্বাচনের মাধ্যমেই দেশ গণতন্ত্রের পথে ফিরবে।”

তিনি আরও বলেন, “গত ১৫ বছরে বিএনপি দমন-পীড়নের শিকার হয়েছে। প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কয়েক হাজার নেতাকর্মী খুন হয়েছেন, এবং প্রায় ১৭শ’ জন গুম হয়েছেন। এর মধ্যে সিলেটের প্রথিতযশা নেতা এম. ইলিয়াস আলীর গুম এখনো unresolved (অমীমাংসিত)।”

জুলাই ও আগস্ট মাসে আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে সংগ্রামে বিএনপি সবসময় সামনে থেকেছে। মানুষ আজ অধিকার ফিরে পাওয়ার জন্য প্রস্তুত, আমরা বিশ্বাস করি সেই সময় আর বেশি দূরে নয়।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।