
পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের (FPI) নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে বড়লেখায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ডিসেম্বর দুপুর ২ঘটিকার সময়) থেকে বড়লেখা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন বড়লেখা উপজেলার FWV, FWA ও FPI কর্মীরা। কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ বিধি বাস্তবায়ন ঝুলে থাকায় মাঠপর্যায়ের কর্মীরা নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। বারবার দাবি জানানো হলেও বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ দেখা যাচ্ছে না।
অধিকার আদায় পরিষদের আহ্বানে আয়োজিত এ কর্মসূচির বাস্তবায়নে অংশ নেন বড়লেখা উপজেলার সকল পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকরা। তারা দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়নসহ ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে বক্তারা আরও বলেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।