
বড়লেখা প্রতিনিধি::অদ্য (মঙ্গলবার) ১১ নভেম্বর বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। এ সময় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের গুণগত মান ও ওজন সংক্রান্ত অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এর মধ্যে বড়লেখা পৌর মার্কেটের *‘ইয়াছিন বিরিয়ানি হাউজ’*কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বড়লেখা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।