
এয়ারপোর্ট থানাধীন বড়শলা এলাকা থেকে শাহ্ আলম উরফে নুরুল ইসলাম নুরুকে গ্রেফতার করে থানা পুলিশ।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাকে বড়শলা নয়াবাজার গ্রেফতার করা হয়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট এয়ারপোর্ট থানাধীন বড়শলা নয়াবাজার এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেছেন থানার কর্মকর্তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।