ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বডিবিল্ডিং স্বর্ণপদক জিতেছেন সিলেটের অর্ঘ্য পাল

rising sylhet
rising sylhet
অক্টোবর ৫, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

ads

জাতীয় ক্রীড়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রথম ‘আন্ত–ইউনিভার্সিটি বডিবিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ’-এ ওপেন বডিবিল্ডিং ৬০ কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছেন সিলেটের অর্ঘ্য পাল পল্লব।

শনিবার (৪ অক্টোবর) প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব) আয়োজিত এ প্রতিযোগিতার তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন এবং পুনাবের ভাইস প্রেসিডেন্ট আসিফ মোহাম্মদ বিন আলম।

আয়োজক আসিফ মোহাম্মদ বিন আলম বলেন, “বর্তমান তরুণদের বিপথে যাওয়া ঠেকাতে শরীরচর্চা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ দেহ–মন–মস্তিষ্ক গঠনে এটি সহায়ক। পাশাপাশি আমরা চাই, এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশীয় বডিবিল্ডারদের আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির প্রান্তিক উন্নয়ন বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এম. এ. মালেক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, রিয়া গ্রুপের চেয়ারম্যান এমডি রবিউল আলম রুহিন, খালেদা জিয়া–তারেক রহমান মুক্তি পরিষদের সভাপতি রফিকুল ইসলাম রতন, জাসাসের সাবেক সহসভাপতি ড. আরিফুর রহমান মোল্লা, ফিটলাইফ–বিডির প্রতিষ্ঠাতা আবু সুফিয়ান, এবং বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল খালেদ।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চারটি ক্যাটাগরিতে অংশ নেন— মেনস ফিজিক ১৬৬, মেনস ফিজিক ১৭০+, ওপেন ডেনিম জিনস, এবং ওপেন বডিবিল্ডিং। সব ক্যাটাগরি মিলিয়ে তিনজন বিজয়ীকে পুরস্কারের অর্থ ও সনদ দেওয়া হয়।

নিজের অর্জন সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্ঘ্য পাল পল্লব বলেন, “এটা আমার ওপেন বডিবিল্ডিং ক্যাটাগরিতে প্রথম অংশগ্রহণ। এর আগে নভিস ক্যাটাগরিতে খেলেছিলাম, কিন্তু সাফল্য পাইনি। এবার কঠোর পরিশ্রমের ফলেই গোল্ড মেডেল জিততে পেরেছি। আমি বিশ্বাস করি, পরিশ্রম কাউকে কোনোদিন ঠকায় না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।