কোতোয়ালী মডেল থানার বন্দরবাজারের মহাজনপট্টি থেকে গ্রেপ্তার করা হয়েছে মো. কাশেম আলীকে (৩২)। তার কাছে ২৮ পিস ইয়াবা পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
কাশেম আলী সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার হেরোয়াখাই গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাজনপট্টির আরজু রেস্টুরেন্টের সামনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে (নং ৫৭/২৮/১০/২৫) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।