ঢাকাবুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বন্ধুদের ছু রি ঘা তে প্রাণ হারিয়েছেন রাইসুল

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

ads

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নবীগঞ্জের ওসমানী রোড চৌদ্দহাজারী মার্কেট এলাকায় বন্ধুদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন রাইসুল হক তাহসিন (১৯) নামে এক কলেজ ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে পূর্ব বিরোধের জেরে রাইসুল হক তাহসিন, মাহিসহ পাঁচ সহপাঠী বন্ধুদের সঙ্গে অপর গ্রুপের সহপাঠী মান্না-জুয়েল-রিহাদ, রিমনসহ ৭-৮ জনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে মান্না-জুয়েল-রিহাদ, রিমনসহ ৭-৮ জন তাহসিনসহ তার সহপাঠীদের বেধড়ক মারধর করে। একপর্যায়ে তাহসিনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় তাহসিন, মাহি ও অপর গ্রুপের জুয়েল আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তাসহিন।

এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুক আলী বলেন, বিরোধের জেরে চৌদ্দহাজারি মার্কেটের সামনে তাহসিন, মাহিদের ওপর হামলা করে মান্নাসহ ৭-৮ জন। পরে তাহসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়, পরে সিলেট যাওয়ার পথে তাহসিন মারা যায়। এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

নিহত রাইসুল বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের রাজন মিয়ার ছেলে। তিনি নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। পারিবারিকভাবে তার পিতা নবীগঞ্জের শেরপুর রোডের রাজন ওয়ার্কশপের স্বত্বাধিকারী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।