জয়ের খোঁজে মরিয়া হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে সিলেট। টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।টানা চারটি ম্যাচ হার। বিপর্যস্ত, হতাশায় মোড়া সিলেট স্ট্রাইকার্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা সাড়ে ৬টায়।
টুর্নামেন্টে টিকে থাকতে তাদের সামনে জয়ের কোনো বিকল্প নেই এখন। আজ আরেকটি হার মানেই টুর্নামেন্টে টিকে থাকার স্বপ্নে বড় ধাক্কা।
জয়ের জন্য হন্যে সিলেট স্ট্রাইকার্স আজ একাদশে চারটি পরিবর্তন এনেছে। মোহাম্মদ মিঠুন, হ্যারি টেক্টর, দুশান হেমন্থ ও তানজিম হাসান সাকিবের বদলে একাদশে জায়গা পেয়েছেন শামসুর রহমান, বেনি হাওয়েল, নাঈম হাসান ও রিচার্জ নাগারাবা।
বরিশালের একাদশেও আছে চারটি পরিবর্তন। ইয়ানিক ক্যারিয়াহ, আব্বাস আফ্রিদি, কামরুল ইসলাম ও তাইজুল ইসলামের বদলে একাদেশ ঢুকেছেন মোহাম্মদ ইমরান, প্রিতম কুমার, আকিফ জাভেদ ও খালেদ আহমেদ।
বিপিএলের গেল আসরের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স। কিন্তু এ বছর পুরোটাই হতোদ্যম তারা। ঢাকা পর্বে দুই ম্যাচে হারের পর ‘ঘরের মাঠ’ সিলেটে জয়ের স্বপ্ন নিয়ে আসে তারা। কিন্তু বিধিবাম! এখানেও দুই ম্যাচে হার। পয়েন্ট তালিকার একেবারে তলানিতে তাই সিলেট।