ঢাকাবৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার খাজা

rising sylhet
rising sylhet
জানুয়ারি ২৫, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার খাজা।
২০২২ সালে দলে ফিরে সিডনিতে হাঁকান ব্যাক টু ব্যাক সেঞ্চুরি।টেস্ট ক্রিকেটে নতুন জীবন পাওয়ার পর উড়ছেন উসমান খাজা।

এরপর থেকে আর পেছন ফিরে তাকাচ্ছেন না তিনি। গত বছর ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির বর্ষসেরার টেস্ট ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনার।

২০২২-এর ফর্মের ধারাবাহিকতা ২০২৩-এও টেনে আনেন খাজা। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন ক্যারিয়ারসেরা অপরাজিত ১৯৫ রানের ইনিংস।

গত বছর ১৩ টেস্ট খেলে ৩ সেঞ্চুরি ও ৬ ফিফটিসহ ৫২.৬০ গড়ে এক হাজার ২১০ রান করেন খাজা। যার ফলে সতীর্থ ট্রাভিস হেড, ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও ইংল্যান্ডের জো রুটকে পেছনে বর্ষসেরার পুরস্কার জেতেন তিনি।

এরপর ভারতের মাটিতে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। চার ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিসহ করেন ৩৩৩ রান।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজেও ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। পাঁচ ম্যাচে এক সেঞ্চুরি ও তিন ফিফটিসহ ৪৯৬ রান করেন বাঁহাতি এই ওপেনার। বছর শেষ করেন পাকিস্তানের বিপক্ষে তিনটি ৪০+ স্কোর দিয়ে।

২২৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।