ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ–পাকিস্তান রুটে ডিসেম্বরে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৬, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ঢাকা ও করাচির মধ্যে বহু প্রতীক্ষিত সরাসরি বিমান চলাচল আগামী ডিসেম্বরে শুরু হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান। তাঁর মতে, করাচি–ঢাকা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর উদ্যোগ দুই দেশের বাণিজ্য, যোগাযোগ, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে তিনি জানান, ভিসা প্রক্রিয়া এখন অনেক সহজ করা হয়েছে এবং এলসিসিআইয়ের সুপারিশে সদস্যরা তিন থেকে চার দিনের মধ্যেই ভিসা পেতে পারবেন। এতে দুই দেশের মধ্যে ভ্রমণ আরও সুবিধাজনক হবে।

হাইকমিশনার জানান, দ্রুতই সরাসরি কার্গো শিপিং সার্ভিস চালু হওয়ার প্রস্তুতি চলছে, যা দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করবে। তিনি আরও বলেন, কৃষিপণ্য, বিশেষ করে চাল ও আনারস, এবং টেক্সটাইল ও রেডিমেড পোশাক খাতে বড় ধরনের বাণিজ্য সম্ভাবনা রয়েছে।

শিক্ষা সহযোগিতার অংশ হিসেবে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের একটি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে, যার লক্ষ্য পাকিস্তানে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে আকৃষ্ট করা।

এলসিসিআই সভাপতি ফাহিমুর রহমান সাইগল দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে বাণিজ্যের পরিমাণ দ্রুত বাড়বে। বর্তমানে দুই দেশের বাণিজ্য প্রায় ৭০০ মিলিয়ন ডলার, যা আগামী কয়েক বছরে ৩ বিলিয়ন ডলার পর্যন্ত উন্নীত হতে পারে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি আরও জানান, এলসিসিআইয়ের একটি প্রতিনিধিদল শিগগিরই ঢাকা সফর করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।