
রাইজিংসিলেট- বাংলাদেশ ও কুয়েতের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনা অন্বেষণের লক্ষ্যে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, কুয়েত সিটির চেম্বার ভবনের আল বুম হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়, এফবিসিসিআই এবং বিভিন্ন খাতের উদ্যোক্তা ও কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রতিনিধিদলে তৈরি পোশাক, ওষুধ, কৃষিপণ্য এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের ব্যবসায়ীরা অন্তর্ভুক্ত ছিলেন।
কুয়েতের পক্ষ থেকে চেম্বারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা সভায় অংশ নেন। কুয়েত চেম্বারের সহকারী মহাপরিচালক ফিরাস এম. আল-ওদা স্বাগত বক্তব্যে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারণের কথা বলেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন জানান, এই বৈঠক ২০১৬ সালের সহযোগিতা প্রোটোকলের ধারাবাহিক অংশ হলেও এটি নতুন এক অর্থনৈতিক অধ্যায়ের সূচনা।
বাংলাদেশি প্রতিনিধি দলের প্রধান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, অনুকূল পরিবেশ, কৌশলগত অবস্থান এবং অবকাঠামোগত উন্নয়নের দিকগুলো তুলে ধরেন। তিনি কুয়েতি ব্যবসায়ীদের বাংলাদেশ সফরের আহ্বান জানান এবং স্বাস্থ্যসেবা, ওষুধ, আইটি, চামড়া, প্লাস্টিক ও ভোগ্যপণ্য খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা বলেন।
কুয়েতি ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে পণ্য আমদানি বৃদ্ধি এবং আউটসোর্সিং খাতে পারস্পরিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। তারা বাংলাদেশ সফরের পরিকল্পনার কথাও জানান।
বৈঠকের শেষে উভয় পক্ষই বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেয়।
অনেকের মতে, এই সভা দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।