রাইজিংসিলেট- বাংলাদেশী ক্রিকেটার এখন কানাডার পুলিশ। সাকিব আল হাসান ও তামিম ইকবালের সতীর্থ তিনি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন আন্তর্জাতিক ম্যাচও। তবে ক্যারিয়ার দীর্ঘ করতে পারেননি লাল-সবুজের জার্সিতে। বলছি মেহরাব হোসেন জুনিয়রের কথা।
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। ২০০৯ সালে জাতীয় দলের জার্সিতে খেলেন সব শেষ ম্যাচ। এরপর অনেকটা নীরবেই পেশাদার ক্রিকেট-জীবন শেষ করে ২০১৮ সালের ডিসেম্বর থেকে সপরিবারে কানাডায় বসবাস শুরু করেন মেহরাবের।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) জানা যায় মেহরাবের নতুন এক পরিচয়। বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার এখন কানাডার পুলিশ। দাপ্তরিকভাবে মেহরাব কানাডায় পুলিশ হয়েছেন বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে নায়াগ্রা আঞ্চলিক পুলিশ হেডকোয়ার্টারে এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ডিউটি ব্যাচ নিচ্ছেন বাংলাদেশের সাবেক এ বাঁহাতি ব্যাটার।
বিষয়টি তিনি নিজেও গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মেহরাব বললেন, ‘প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে আমার পুলিশের চাকরি শুরু হয়েছে এ দিন।