
শেখ হাসিনা নিজের ‘পথের কাঁটা’ মনে করতেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করতেন শেখ হাসিনা। সেই কারণে অতীতে তাকে ‘দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার’ সব রকম চেষ্টা হয়েছে। অনেকে বলেন, জেলখানায় তার খাবারে ‘বিষ মেশানো হয়েছিল’।
শনিবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের হাটহাজারীতে তারেক রহমানের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে ক্ষমতা ভোগ করেছেন নিজের, ছেলে ও পরিবারের স্বার্থে।
বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব দাবি করেন, ‘স্বর্ণ কিনে মজুদ করা’, ‘লোকজন দিয়ে ব্যাংক লুট করে টাকা পাচার করানো’, এমন নানা অনিয়মের মাধ্যমেই দেশ পরিচালিত হয়েছে।
তার অভিযোগ, ‘সব ছেড়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন, তবে জমানো স্বর্ণ নিয়ে যেতে পারেননি’।
প্রায় ১ কোটি মানুষ প্রবাসে থাকলেও ভোটার হিসেবে রেজিস্ট্রেশন হয়েছে মাত্র ৭৫ হাজারের মতো দাবি করে রিজভী বলেন, পাসপোর্ট ব্যবহার করে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে।
দেশে এখন ‘সমাজে অস্ত্রের ঝনঝনানি’, ‘খুনোখুনি’, ‘ছাত্র নিহত হওয়া’র মতো ঘটনা ঘটছে জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক সন্ত্রাসরোধে সরকারকে কঠোর হতে হবে।