
রাইজিংসিলেট- গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই পক্ষ একই স্থানে ও একই সময়ে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।
সুন্দরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস মঙ্গলবার রাতেই এই আদেশ দেন। পৌরসভা ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং বিএনপির স্থানীয় কার্যালয়গুলো তালাবদ্ধ রাখা হয়েছে।
উপজেলা প্রশাসনের জারিকৃত আদেশে বলা হয়েছে, ১৪৪ ধারা চলাকালে কোনো ব্যক্তি আগ্নেয়াস্ত্র, লাঠি বা দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন করতে পারবে না। পাশাপাশি পাঁচজনের বেশি একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ও যেকোনো ধরনের শব্দযন্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকবে। তবে এই নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ সেপ্টেম্বর (বুধবার) সুন্দরগঞ্জ পৌরসভার স্বাধীনতা চত্বরে পৃথক দুটি গ্রুপ সমাবেশ ও মিছিলের ঘোষণা দেয়। একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন বিএনপির সাবেক উপজেলা সভাপতি মজারুল ইসলাম ও অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্না। অন্য গ্রুপটির নেতৃত্বে আছেন আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক।
দুই পক্ষই কর্মসূচি সফল করতে এলাকায় মাইকিং শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করে।
পৌর এলাকার বিভিন্ন সড়কে জনসাধারণের চলাচল কমে গেছে এবং পরিস্থিতি থমথমে হলেও এখনো শান্তিপূর্ণ রয়েছে।