ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিতর্ক ও সমালোচনার মুখে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ ছাড়লেন রুশনারা আলী

rising sylhet
rising sylhet
আগস্ট ৮, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

ads

এবার আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। নিজের বাড়ি থেকে ভাড়াটিয়াকে উচ্ছেদ এবং ভাড়া বাড়ানোর বিতর্ক ও সমালোচনার মুখে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ ছাড়লেন রুশনারা আলী। তার বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায়।

ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলীর ঘটনায় সরকারি পদে থাকা রাজনৈতিক ব্যক্তিদের ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনার তালিকায় আরেকটি সংযোজন।

এর আগে অবৈধ উপায়ে বাড়ির মালিক হওয়া এবং বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সময় বড় প্রকল্পে অর্থ লেনদেনের অভিযোগে মন্ত্রিত্ব ছাড়েন ব্রিটিশ-বাংলাদেশি বংশোদ্ভূত আরেক এমপি টিউলিপ সিদ্দিক।

জানা যায়, নিজের মালিকানাধীন একটি টাউনহাউস থেকে ভাড়াটিয়াদের উচ্ছেদ করে ভাড়া একলাফে ৭০০ পাউন্ড বাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে রুশনারা আলীর বিরুদ্ধে। এতে তীব্র সমালোচনার মুখে পড়েন। এরই পরিণতি সরকার থেকে তার পদত্যাগ।

বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে।

সম্প্রতি পূর্ব লন্ডনে নিজের বাড়ি থেকে চার ভাড়াটিয়াকে উচ্ছেদ এবং বাড়ি ভাড়া বাড়ানোর অভিযোগ ওঠে রুশনারার বিরুদ্ধে। এটি ভাড়াটিয়া অধিকার সংক্রান্ত আইনবিরোধী বলে দাবি করা হয় বিভিন্ন সংবাদমাধ্যমে।

তবে রুশনারা আলীর একজন মুখপাত্র জানান, তিনি সব সময় প্রাসঙ্গিক আইনি বাধ্যবাধকতা মেনে চলেছেন। পদত্যাগপত্রেও তিনি এই দাবি করেন।

প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে লেখা পদত্যাগপত্রে রুশনারা আলী দাবি করেন, তিনি সব আইনি বাধ্যবাধকতা মেনে চলেছেন এবং তার দায়িত্বকে গুরুত্ব সহকারে পালন করেছেন। তবুও তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে, তার পদে থাকা সরকারের উচ্চাভিলাষী কাজ থেকে মনোযোগ সরিয়ে দেবে।

লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও স্টেপনি আসনে ২০১০ সালে প্রথম এমপি নির্বাচিত হন রুশনারা আলী। এরপর থেকে টানা এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি।

দীর্ঘ রাজ‌নৈ‌তিক জীব‌নে রুশনারা আলীর বিতর্কিত হওয়ার পাশাপাশি বরাবরই শত্রুতামূলক পরিস্থিতির শিকার হয়েছেন্।

পদত্যাগপত্র গ্রহণ করে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, তিনি বিশ্বাস করেন রুশনারা আলী পেছন থেকে সরকারে সমর্থন অব্যাহত রাখবেন এবং বেথনাল গ্রিন ও স্টেপনি আসনের জনগণের সেবা করে যাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।