
নগরীর বায়েজিদে শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগীসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড পিস্তলের গুলি, দুটি পিস্তলের ম্যাগজিন, একটি হাসুয়া, একটি ছুরি, দুটি কাঁচি, পাঁচটি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক, ১১০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ মিল্লাত (২৪), মোহাম্মদ আবুল হাসনাত ফাহিম (২০), মো. রুবেল (২৬)।
সোমবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
রোববার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম নগরীর ওয়াজেদিয়া এলাকাস্থ ওয়াজেদিয়া মাদরাসার পাশে পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সঙ্গে আসামিদের আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পৃথক পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বায়েজিদ এলাকার ওয়াজেদিয়া এলাকাস্থ ওয়াজেদিয়া মাদরাসার পাশে পরিত্যক্ত ভবনে শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী মিল্লাতসহ কয়েকজন ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে; এমন তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টায় অভিযান চালিয়ে ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড পিস্তলের গুলি, দুটি পিস্তলের ম্যাগজিন, একটি হাসুয়া, একটি ছুরি, দুটি কাঁচি, পাঁচটি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক, ১১০ পিস ইয়াবা ও একটি একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।