ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিপন্ন প্রজাতির কালো বাইন মাছ বিক্রি

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৬, ২০২৫ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

ads

পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে বিপন্ন প্রজাতির কালো বাইন মাছ বিক্রির উদ্দেশ্যে আনা হয়। বিপন্ন প্রজাতির কালো বাইন মাছ বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে এফবি আল্লাহ ভরসা নামের একটি ট্রলার। গত ১০ দিনে গভীর সমুদ্রে বড়শিতে ধরা পড়ে নয় মন কালো বাইন মাছ।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, একসময় বিএফডিসি মৎস্যঘাটে কালো বাইন মাছ অহরহ দেখা যেত এবং চাহিদাও ছিল প্রচুর। কিন্তু বর্তমানে এই মাছগুলো ধীরে ধীরে বিলুপ্তির পথে। বিলুপ্তির পেছনে অবৈধ ট্রলার মালিক, জেলে ও কাঠের তৈরি অবৈধ ট্রোলিং ট্রলারের ভূমিকা রয়েছে, যারা মাছের পোনা নির্বিচারে ধ্বংস করছে।

তিনি আরও বলেন, অসাধু জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে পুনরায় গভীর সাগরে এই প্রজাতির মাছের দেখা মিলবে এবং বিলুপ্তির গতি রোধ করা সম্ভব হবে।

মাছগুলো বিক্রির জন্য আনা হলে মৎস্য পাইকার জাকির হোসেন ২৮ হাজার টাকায় প্রতি মণ হিসেবে মোট আড়াই লাখ টাকায় মাছ ক্রয় করেন।

ট্রলারের মাঝি বাবুল মিয়া জানান, আট থেকে দশ জন জেলে নিয়ে বড়শি দিয়ে মাছ শিকার করা হয়। অন্যান্য মাছের তুলনায় কালো বাইন মাছের দাম কিছুটা বেশি হওয়ায় তারা খুশি। পাথরঘাটার পাইকার জাকির হোসেন বলেন, যদিও পাথরঘাটায় এর চাহিদা কম, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে মাছটির প্রচুর চাহিদা রয়েছে। তারা আশা করছেন ক্রয়কৃত মাছগুলো ভালো দামে বিক্রি করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।