
পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে বিপন্ন প্রজাতির কালো বাইন মাছ বিক্রির উদ্দেশ্যে আনা হয়। বিপন্ন প্রজাতির কালো বাইন মাছ বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে এফবি আল্লাহ ভরসা নামের একটি ট্রলার। গত ১০ দিনে গভীর সমুদ্রে বড়শিতে ধরা পড়ে নয় মন কালো বাইন মাছ।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, একসময় বিএফডিসি মৎস্যঘাটে কালো বাইন মাছ অহরহ দেখা যেত এবং চাহিদাও ছিল প্রচুর। কিন্তু বর্তমানে এই মাছগুলো ধীরে ধীরে বিলুপ্তির পথে। বিলুপ্তির পেছনে অবৈধ ট্রলার মালিক, জেলে ও কাঠের তৈরি অবৈধ ট্রোলিং ট্রলারের ভূমিকা রয়েছে, যারা মাছের পোনা নির্বিচারে ধ্বংস করছে।
তিনি আরও বলেন, অসাধু জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে পুনরায় গভীর সাগরে এই প্রজাতির মাছের দেখা মিলবে এবং বিলুপ্তির গতি রোধ করা সম্ভব হবে।
মাছগুলো বিক্রির জন্য আনা হলে মৎস্য পাইকার জাকির হোসেন ২৮ হাজার টাকায় প্রতি মণ হিসেবে মোট আড়াই লাখ টাকায় মাছ ক্রয় করেন।
ট্রলারের মাঝি বাবুল মিয়া জানান, আট থেকে দশ জন জেলে নিয়ে বড়শি দিয়ে মাছ শিকার করা হয়। অন্যান্য মাছের তুলনায় কালো বাইন মাছের দাম কিছুটা বেশি হওয়ায় তারা খুশি। পাথরঘাটার পাইকার জাকির হোসেন বলেন, যদিও পাথরঘাটায় এর চাহিদা কম, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে মাছটির প্রচুর চাহিদা রয়েছে। তারা আশা করছেন ক্রয়কৃত মাছগুলো ভালো দামে বিক্রি করতে পারবেন।