ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলে খেলার অনুমতি ফেরত পেলেন পাকিস্তানের এই ক্রিকেটার

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১০, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- গত বছরের সেপ্টেম্বর মাসে পাকিস্তান শাহিন্স দলের সঙ্গে ইংল্যান্ড সফরে ছিলেন হায়দার আলী। সেই সফরে ম্যানচেস্টারে এক ব্রিটিশ-পাকিস্তানি নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। তবে অভিযোগের যথেষ্ট প্রমাণ না থাকায় ২৫ সেপ্টেম্বর ম্যানচেস্টার পুলিশ তদন্তটি বন্ধ করে দেয়। গ্রেপ্তার বা মামলা আদালতে নেওয়ার মতো তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলেই জানিয়েছিল তারা।

তদন্তের ফল না পাওয়া পর্যন্ত পিসিবি হায়দারকে সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল। পুলিশের পক্ষ থেকে অভিযোগ বাতিল হওয়ার পরও তিনি ক্রিকেটে ফিরতে পারেননি। শেষ পর্যন্ত বিপিএলের ১৩তম আসরের আগে হায়দারের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বুধবার (১০ ডিসেম্বর) পিসিবি জানায়, বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার জন্য মোট নয়জন খেলোয়াড়কে এনওসি দেওয়া হয়েছে। এ তালিকায় আছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫ টি–টোয়েন্টি ও ৩ ওয়ানডে খেলা হায়দার আলীও। বোর্ডের একটি সূত্র অনুযায়ী, খেলোয়াড়রা ২৩ জানুয়ারি পর্যন্ত বিদেশি লিগে অংশ নিতে পারবেন।

হায়দারের পাশাপাশি যেসব পাকিস্তানি ক্রিকেটার বিপিএলে খেলার ছাড়পত্র পেয়েছেন তারা হলেন—মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, শাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, খাজা নাফাই, সালমান এরশাদ ও এহসানউল্লাহ। তারা সবাই ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া এবারের বিপিএলে পুরো মৌসুম খেলতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।