
সাইবার নিরাপত্তা ও করপোরেট তথ্য সুরক্ষার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দাপ্তরিক যোগাযোগে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে। প্রতিষ্ঠানটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগ জানিয়েছে, কর্মীদের এখন থেকে অফিসিয়াল যোগাযোগের জন্য মাইক্রোসফট টিমস ব্যবহার করতে হবে।
নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ একটি থার্ড-পার্টি অ্যাপ হওয়ায় তথ্য নিরাপত্তার দিক থেকে এতে ঝুঁকি রয়েছে। এ কারণে বিশ্বের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থা ইতোমধ্যেই এটি ব্যবহার থেকে সরে এসেছে।
মাইক্রোসফট টিমস একটি স্বীকৃত এবং নিরাপদ করপোরেট প্ল্যাটফর্ম। এটি দিয়ে সহজেই টেক্সট বার্তা, ভয়েস ও ভিডিও কল, ফাইল শেয়ারিংসহ নানা অফিসিয়াল সুবিধা গ্রহণ করা যায়। ব্যক্তিগত ইমেইল ও মোবাইল নম্বর দিয়েও এতে অ্যাকাউন্ট খোলা সম্ভব।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক জানিয়েছেন, মাইক্রোসফটের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এই প্ল্যাটফর্মে যোগাযোগ চালু করেছে। ইতোমধ্যে অফিসের ডেস্কটপ কম্পিউটারগুলো থেকেও হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।