ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ানীবাজারে কিশোরীকে ধ র্ষ ণে র অভিযোগে মা ম লা, এলাকায় উত্তেজনা

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২০, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালিবাড়ি বাজারে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার এক সপ্তাহ পর, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মেয়েটির বাবা থানায় মামলা দায়ের করলে স্থানীয় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর দুপুরে কালিবাড়ি বাজারের একটি দর্জির দোকানে এক কিশোরী ও দোকানের মালিককে সন্দেহজনক অবস্থায় দেখতে পান কিছু তরুণ। তারা তখন দোকানের ভেতরে একটি ভিডিও ধারণ করেন। বিকেলে তারা কিশোরীর বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে মেয়েটি জানায়, তার সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে।

বাজার কমিটির হস্তক্ষেপে ঘটনাটি সেদিন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হলেও, পরবর্তীতে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিষয়টি নিয়ে এলাকাজুড়ে আলোচনার ঝড় ওঠে। পরবর্তীতে ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন।

মামলার তথ্যে জানা গেছে, কিশোরীর পরিবার সুনামগঞ্জ জেলার বাসিন্দা হলেও তারা প্রায় এক দশক ধরে বিয়ানীবাজারে ভাড়া থাকেন। অভিযুক্ত ব্যক্তি নবদ্বীপ বৈদ্য (৫৫), স্থানীয় লাউতা গ্রামের বাসিন্দা এবং বহু বছর ধরে কালিবাড়ি বাজারে দর্জির ব্যবসা করছেন।

মেয়েটির বাবা জানান, শুরুতে তারা কিছুই জানতেন না। পরে ঘটনার কথা জানতে পেরে মেয়েকে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।

বিয়ানীবাজার থানার তদন্ত কর্মকর্তা ছবেদ আলী জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।