ঢাকাশুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব নিম্বার্ক পরিষদ সিলেট জেলার আলোচনা সভা

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৫, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় নিম্বার্ক দর্শন একটি আদর্শ হতে পারে। নিম্বার্কের মূল তথ্য হচ্ছে শান্তি, সমতা এবং পরমত সহিষ্ণুতা। নিম্বার্ক তথ্যে কোন ধর্ম বা দর্শনকেই ছোট করে দেখা হয় না। মানব জাতিকে সঠিক ও সুন্দর পথে পরিচালনায় নিম্বার্কের মতাদর্শ জাগতিক জগতকে সুন্দর ও সুশৃঙ্খল করে তুলতে পারে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে নগরীর বাগবাড়িস্থ শ্রী শ্রী দূর্গা মন্ডপে বিশ্ব নিম্বার্ক পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিভূষিত ১০৮ জগদ্গুরু শ্রী নিম্বার্কাচার্য্য ৫১২০তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে ‘নিম্বার্ক দর্শনঃ যুদ্ধ বিধ্বস্ত বিশ্বে শান্তি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সরকারি মুরারীচাঁদ কলেজের সাবেক উপাধ্যক্ষ নন্দলাল শর্মার সভাপতিত্বে ও সরকারি পাইলট স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা শিলা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা শাবিপ্রবি ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সিলেট সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শ্যামল চন্দ্র রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি ও বলরাম জিউর আখরা পরিচালনা কমিটির সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব নিম্বার্ক পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক বিভু ভূষণ সেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির সহ-সভাপতি সুধাময় দেব, শাবিপ্রবি বাংলা বিভাগের প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচায্য প্রমুখ।

৮২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।