
ছাতক প্রতিনিধি ::বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে ছাতকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বুধবার ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের শিবনগর রাধানগর কমিউনিটি ক্লিনিকে এ আয়োজন করে সীমান্তিক কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রাম (সিএমপি)।
অনুষ্ঠানে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা এবং মাতৃদুগ্ধ পান সম্পর্কিত সচেতনতামূলক আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পলি দও, উপজেলা সুপারভাইজার নমিতা মালাকার, সিএম বিউটি কর, রায়হানা ইয়াসমিন, প্যারামেডিক স্বর্ণা মালাকার এবং জিএসএম আছিয়া বেগমসহ স্থানীয় সচেতন নারী ও গর্ভবতী মায়েরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।