ঢাকাসোমবার , ৮ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের জন্য মুশতাক আহমেদকে স্পিন পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি

rising sylhet
rising sylhet
জুলাই ৮, ২০২৪ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মুশতাক আহমেদকে স্পিন পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল । বিশ্বকাপ শেষেও তার সঙ্গে চুক্তি বাড়ানোর কথাও ছিল।

কিন্তু পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনারকে অনূর্ধ্ব-১৯ দলের বোলিং কোচ হিসেবে লুফে নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

মুশতাক জানান, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যুক্ত হওয়ার আগে কোনো ক্রিকেট বোর্ড তাকে প্রস্তাব দেয়নি। অথচ কিছুদিন আগে বোর্ডসভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘মুশতাকের সাথে আমরা চুক্তির মেয়াদ বাড়াতে প্রস্তুত। অন্যদিকে আমরা নতুন অপশনও খুঁজছি। দেখা যাক কী কী অপশন আছে।

ইসিবির সঙ্গে মুশতাকের ঘনিষ্ঠতা অনেক আগে থেকেই। এর আগে দুই মেয়াদে ইংল্যান্ড জাতীয় দলের স্পিন কোচ হিসেবেও কাজ করেছিলেন তিনি। যদিও এবারের চুক্তিটি স্বল্প মেয়াদি। বর্তমানে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে টেস্ট সিরিজ খেলছে যুবারা। দুই ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হয়েছে আজ।

১৩২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।