ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথে চলন্ত সিএনজি থেকে গু লি, যুবক আ হ ত!

rising sylhet
rising sylhet
জুন ২৫, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নে চলন্ত সিএনজি অটোরিকশা থেকে গুলি চালিয়ে এক যুবককে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ জুন) রাত ৯টার দিকে লহরী ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম আজিজুর রহমান (৪০), তিনি নাচুনী গ্রামের বাসিন্দা। জানা গেছে, ঘটনার সময় তিনি মাছ ধরার জন্য জমিতে সেচ দিচ্ছিলেন এবং সড়কের পাশে চা পান করছিলেন। এ সময় একটি চলন্ত সিএনজি থেকে গুলি ছোড়া হয়, যা তার বাম হাতে বিদ্ধ হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে থানায়, পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাবুল আহমদ (৩৮) নামে একজনকে সন্দেহভাজন হিসেবে হেফাজতে নিয়েছে।

আজিজুর বলেন, “আমরা পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই প্রবাসী। দেশে আমি একা থাকি। আমার অনেক শত্রু আছে। মনে হচ্ছে প্রতিপক্ষের কেউই আমাকে হত্যার চেষ্টা করেছে। সুস্থ হয়ে সব বলবো।”

বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, ঘটনাটি তদন্তাধীন এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।