
রাইজিংসিলেট- সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইস-২’-এর অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের মশুল্লা (জানাইয়া) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার তথ্য যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরদিন তাকে আদালতে পাঠানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।