ফেসবুকে বিএনপির এক সিনিয়র নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করায় দলের শৃঙ্খলা পরিপন্থী ও ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান আছকিরকে দল থেকে সাময়িয়ক বহিষ্কার করা হয়েছে।
সেই সাথে সাত দিনের মধ্যে জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে এ বিষয়ে লিখিতভাবে জবাব নির্দেশনা দেয়া হয়। অন্যথায় দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে।
তথ্য নিশ্চিত করেন সিলেট জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম। তিনি বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আবেদুর রহমান আছকিরকে দল থেকে সাময়িয়ক বহিষ্কার করা হয়েছে। যদি লিখিত জবাবে সন্তষ্ট না হয় দল তাহলে তাকে স্থায়ী বহিষ্কার করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।