ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ববাজারে ফের বাড়লো জ্বা লা নি তেলের দাম

rising sylhet
rising sylhet
জুন ১৬, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে ক্রমেই বাড়ছে জ্বালানি তেলের দাম। ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার পর শুক্রবার (১৩ জুন) এক লাফে জ্বালানি তেলের দাম ১৩ শতাংশ বেড়েছিল। এরপর থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে।

সোমবার (১৬ জুন) সকাল পৌনে ৮টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ৬ সেন্ট বা দশমিক ০৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়। সেই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২১ সেন্ট বা দশমিক ২৯ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে দিনের শুরুতে ব্যারেলপ্রতি ৪ ডলার পর্যন্ত দাম বেড়েছিল জ্বালানি তেলের দাম। তারও আগে শুক্রবার ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের দাম ৭ শতাংশ বেড়ে যায়, যা গত জানুয়ারির পর থেকে সর্বোচ্চ দর।

গত শুক্রবার (১৩ জুন) ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। জবাবে সেদিন থেকেই ইসরায়েলের একাধিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সোমবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব ও হাইফা পোর্ট সিটিতে অন্তত দু’টি ভবন ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি আরও খারাপ হলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হতে পারে। বিশ্বের মোট তেল ব্যবহার্যের এক-পঞ্চমাংশ প্রায় ১৮-১৯ মিলিয়ন ব্যারেল প্রতিদিন এই প্রণালী দিয়ে যাতায়াত করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।