ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হবে

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

ads

দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়েছিল গত শুক্রবার । আর এই পরীক্ষার ফলফল তৈরির কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফল তৈরির কাজ শেষ হলে এদিনই ফল প্রকাশ করা হতে পারে। আর শেষ করতে না পারলে আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) এ বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হবে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, আজ ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই। রোববারের মধ্যে ফল প্রকাশিত হবে। আগামীকাল বৃহস্পতিবার ফল প্রকাশের প্রস্তুতি শেষ হলে এদিন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

এদিকে আগামী রোববারের মধ্যে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হলে বিসিএস প্রিলির ফল প্রকাশে নতুন রেকর্ড গড়বে পিএসসি।

৪৭তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১টি। এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

৪৭তম বিসিএসের প্রিলিমিনারিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজারের অধিক প্রার্থী। ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।