ঢাকাশুক্রবার , ৮ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বুটজোড়া তুলে রাখবেন সেই ইঙ্গিত দিলেন দি মারিয়া

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৮, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

কবে বুটজোড়া তুলে রাখবেন সেই ইঙ্গিত দিয়ে রাখলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার আনহেল দি মারিয়া।

‘ইএসপিএন আর্জেন্টিনা’ এর বরাতে গোল ডট কম জানিয়েছে, ২০২৪ কোপা আমেরিকার পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না দি মারিয়াকে।

আর্জেন্টিনার সর্বশেষ তিন আন্তর্জাতিক শিরোপা নিশ্চিতের ম্যাচেই গোল করেছেন দি মারিয়া। বিশ্বকাপের আগে ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোলটি এসেছিল তার পা থেকেই। এরপর ২০২২ ফাইনালিসিমায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ম্যাচেও জালের খোঁজ পেয়েছিলেন তিনি। আর্জেন্টিনাকে ১৯৭৮ বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনোত্তির মতে, লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা ও মারিও কেম্পেসের সঙ্গে তুলনীয় দি মারিয়া।

২০২২ কাতার বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন দি মারিয়া। ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতানো দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। আসরের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে একটি গোলও করেছিলেন সাবেক এই পিএসজি ও জুভেন্টাস তারকা। পুরো ১২০ মিনিট মাঠে থেকে আক্রমণভাবে রেখেছিলেন দুর্দান্ত অবদান।

২০০৮ বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় দি মারিয়ার। এরপর আলবিসেলেস্তেদের হয়ে ১৩২ ম্যাচে ২৯ গোল করেছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ইকুয়েডরের বিপক্ষে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের ম্যাচে।

৯৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।