
রাইজিংসিলেট- বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসকরা যেসব চিকিৎসা দিচ্ছেন, সেগুলো বেগম জিয়া গ্রহণ করতে পারছেন। তবে বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কি না, তা জানতে মেডিকেল বোর্ডের পরামর্শ নেওয়া হচ্ছে। বোর্ডের অনুমোদন ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই।
এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অযথা তথ্য প্রচার না করার অনুরোধ করছি। তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকেও চিকিৎসায় সার্বক্ষণিক সহযোগিতা করা হচ্ছে। সংকটময় মুহূর্তে দেশবাসীর দোয়া কামনা করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে দোয়ার বরকতেই বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।