ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ আংশিক রপ্তানিকারকদের জন্য

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- আংশিক রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো এখন থেকে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানি করতে পারবে—এমন নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের ভিত্তিতে এ সুবিধা দেওয়া হচ্ছে। এতে বলা হয়েছে, যেসব শিল্প প্রতিষ্ঠান পূর্ণ বন্ড লাইসেন্স নিতে পারছে না, তারা বিদ্যমান বন্ড ব্যবস্থার নিয়ম অনুসরণ করে ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে শুল্ক ও কর পরিশোধ ছাড়াই কাঁচামাল বা প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারবে।

এক্ষেত্রে আমদানি পণ্যের ওপর নির্ধারিত শুল্ক ও করের পরিমাণ অনুযায়ী একটি সমমূল্যের ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে কাস্টমস কর্তৃপক্ষের কাছে।

এনবিআর আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের ফলে আংশিক রপ্তানিকারকরা তাদের উৎপাদন ক্ষমতা আরও ভালোভাবে কাজে লাগাতে পারবে, রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়বে এবং দেশের সামগ্রিক রপ্তানি বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।