
রাইজিংসিলেট- দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখালেও দলকে জেতাতে পারলেন না সাকিব আল হাসান। ক্যারিবিয়ান ম্যাক্স সিক্সটি টি-টেন টুর্নামেন্টে ফ্লোরিডা লায়ন্সের বিপক্ষে ৯ রানে হেরে গেছে তার দল মায়ামি ব্লেজ।
বুধবার (১৭ জুলাই) মায়ামি ব্লেজ একদিনেই খেলেছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে ছিলেন না সাকিব, কারণ তিনি তখনও দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে অংশ নিচ্ছিলেন।
সাকিববিহীন প্রথম ম্যাচে বোকা রাটন ট্রেইলব্লেজার্সের কাছে ৩২ রানে হারে মায়ামি। ১১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারা গুটিয়ে যায় মাত্র ৮০ রানে।
দ্বিতীয় ম্যাচে মাঠে নামেন সাকিব। বল হাতে মাত্র ১৯ রানে শিকার করেন ২ উইকেট, সঙ্গে নেন দুটি ক্যাচ ও একটি রান আউট। কিন্তু ব্যাট হাতে খুব একটা সফল হতে পারেননি — ৮ বলে ১৩ রান করে এলবিডব্লিউ হয়ে ফেরেন।
মায়ামির ব্যাটিং লাইনআপ ছিল একেবারেই ব্যর্থ। ওপেনার অ্যাঞ্জেলো পেরেরা করেন মাত্র ২ রান। সর্বোচ্চ রান আসে শিহান জয়াসুরিয়ার ব্যাট থেকে — ২৫। শ্রীভাতোস গোস্বামী করেন ২১।
ফ্লোরিডার হয়ে ইমরান খান নেন সর্বোচ্চ ৩ উইকেট। রাখিম কর্নওয়াল ও মেহরান খান নেন ২টি করে। থিসারা পেরেরা, লাহিরু গ্যামেজ ও ডেমার জনসন নেন একটি করে উইকেট।
এর আগে ব্যাট করে ফ্লোরিডা ১০ ওভারে করে ১০৭ রান। টিওন ওয়েবস্টার করেন ২০ বলে ২৯, আর ম্যাথু হ্যানরি ১২ বলে ২৭ রান। মায়ামির হয়ে উইকেট নেন সাকিব, জহোর খান, কেসরিক উইলিয়ামস ও অর্নভ আইয়ার।
দিনের দুই ম্যাচেই হার, ফলে টুর্নামেন্টের শুরুতেই পয়েন্ট টেবিলের নিচে রয়েছে মায়ামি ব্লেজ।