
রাইজিংসিলেট- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাঁর ভারত সফরের অংশ হিসেবে মুম্বাইয়ে এসে বড় ঘোষণা দিয়েছেন—বলিউড আবারও যুক্তরাজ্যে ফিরে আসছে। ইয়াশ রাজ ফিল্মস জানিয়েছে, ২০২৬ সাল থেকে তারা যুক্তরাজ্যে তিনটি বড় বাজেটের চলচ্চিত্র নির্মাণ করবে। এই উদ্যোগের ফলে ভারত ও যুক্তরাজ্যের মধ্যে চলচ্চিত্র শিল্পে নতুন এক যুগের সূচনা হবে।
এই ঘোষণা এসেছে স্টারমারের নেতৃত্বাধীন একটি বাণিজ্যিক প্রতিনিধিদলের সফরের সময়। প্রতিনিধি দলে ছিলেন ১০০-রও বেশি ব্রিটিশ ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় স্টারমার ইয়াশ রাজ ফিল্মস স্টুডিও পরিদর্শন করেন এবং বলিউড অভিনেত্রী রানি মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেন, যার ছবি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সফরের অংশ হিসেবে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (BFI) ও ভারতের ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন (NFDC) একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। এতে বলা হয়েছে, যুক্তরাজ্যে ইয়াশ রাজ ফিল্মসের আসন্ন তিনটি প্রজেক্টে ৩,০০০-এরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ব্রিটিশ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
প্রধানমন্ত্রী স্টারমার বলেন, “বলিউডের যুক্তরাজ্যে ফেরা শুধু বিনোদনের দিক থেকেই নয়, বরং এটি কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধির এক বড় সুযোগ। এই অংশীদারিত্ব আমাদের বাণিজ্যিক সম্পর্কের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”
ইয়াশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, “যুক্তরাজ্য আমাদের জন্য সবসময়ই বিশেষ একটি জায়গা। আমাদের অনেক বিখ্যাত সিনেমা যেমন দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এখানেই শুট করা হয়েছিল। সেই সিনেমার ৩০ বছর পূর্তিতে আবার যুক্তরাজ্যে কাজ করতে পারাটা আমাদের জন্য গর্বের।”
ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী বেন রবার্টস বলেন, এই অংশীদারিত্ব দুই দেশের মধ্যে চলচ্চিত্র ও সংস্কৃতির মাধ্যমে আরও গভীর সংযোগ তৈরি করবে। এর ফলে আন্তর্জাতিক পর্যায়ে যৌথ উদ্যোগ ও স্বাধীন চলচ্চিত্র নির্মাণে সহযোগিতা বাড়বে।
BFI আরও জানায়, তারা ২০২১ সাল থেকেই NFDC-এর সঙ্গে কাজ করছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ফোরামগুলোতে, যেমন কান চলচ্চিত্র উৎসব এবং ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভাল। নতুন এই চুক্তি সেই বিদ্যমান সম্পর্ককে আরও শক্ত ভিত্তি দেবে।