ঢাকাসোমবার , ১৩ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় দলে বর্ণবিদ্বেষ, ভ য় ঙ্ক র অভিযোগ তুললেন ২ টি বিশ্বকাপ জেতা তারকা

rising sylhet
rising sylhet
মে ১৩, ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- ভারতীয় ক্রিকেট নিয়ে বড় অভিযোগ শান্তাকুমারন শ্রীশান্তের। দেশের হয়ে দু’টি বিশ্বকাপ জেতা এই পেসার জানিয়েছেন যে, ভারতীয় ক্রিকেটে বর্ণবিদ্বেষ ছিল। ভারতীয় দলে খেলার সময় তাকে নাকি মাদ্রাসি বলে ডাকা হত।

ভারতের কেরলের কোটমঙ্গলেম জন্ম শ্রীশান্তের। দক্ষিণ ভারতীয়দের কাছে মাদ্রাসি শব্দটি বর্ণবিদ্বেষী। শ্রীশান্ত দলে থাকার সময়, তাকে এই নামেই ডাকা হতো বলে অভিযোগ ভারতীয় ক্রিকেটারের। ২০০৫ সালে অভিষেক হয় কেরলের এই ক্রিকেটারের।

শ্রীলঙ্কার বিপক্ষে নাগপুরে এক দিনের ম্যাচ খেলেছিলেন তিনি। পরে ভারতীয় জার্সি গায়ে তিন ধরনের ক্রিকেটেই খেলেছেন শ্রীশান্ত। আন্তর্জাতিক মঞ্চে তার উইকেট সংখ্যা ১৬৯টি।

সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রীশান্ত বলেন, ‘অনূর্ধ্ব-১৩ থেকে শুনে আসছি মাদ্রাসি শব্দটা। বম্বের (এখন মুম্বই) নীচের দিক থেকে এলেই তাকে এই নামে ডাকা হত। সারা জীবন ধরে শুনে আসছি।’

শ্রীশান্ত অভিযোগ করেন আইপিএলের সাবেক দল কোচি টাস্কার্স কেরালার বিরুদ্ধেও। ২০১১ সালে পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া এবং কোচি টাস্কার্স কেরলা আইপিএলে খেলেছিল। চুক্তি ভাঙার অপরাধে পরের বছরই কোচিকে বাতিল করা হয়েছিল। ১৩ বছর পর সেই দলের থেকে টাকা চেয়ে বসলেন শ্রীশান্ত।

শ্রীশান্ত বলেন, ‘আমি অনেক টাকা পাই ওদের কাছে। আপনি যদি মুরলীধরন স্যার, মাহেলার কাছে যান তা হলেই জানতে পারবেন কত টাকা বাকি। ম্যাকালাম, জাডেজাও বলতে পারবে।’

১০৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।