ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভোলাগঞ্জ থেকে লু*ট হওয়া ১০ হাজার ঘনফুট পাথর উদ্ধার

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট এলাকায় গত এক বছরে ব্যাপক হারে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হলে তা সারাদেশে আলোচনার বিষয় হয়ে ওঠে। পরবর্তীতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট আবেদনও দায়ের করা হয়।

এর প্রেক্ষিতে র‌্যাব-৯, সদর কোম্পানি এবং সিলেট জেলা প্রশাসনের একটি যৌথ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, এয়ারপোর্ট থানার অন্তর্গত ধোপাগুল লেবার পয়েন্ট এলাকায় ভোলাগঞ্জ থেকে আনা বিপুল পরিমাণ পাথর অবৈধভাবে মজুদ রয়েছে।

৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে ধোপাগুল এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব ও জেলা প্রশাসনের যৌথ দলটি। অভিযানে প্রায় ১০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়, যা ভোলাগঞ্জ এলাকা থেকে লু*ট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।